প্রাইম টিভি বাংলাঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে বাংলাদেশেও এই ভাইরাসের শিকার হয়েছে। তিনজনেরর শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত করেছে আইইডিসিআর। তাদের মধ্যে ১ জন নারী ও ২ জন পুরুষ। সম্প্রতি তারা ইতালি ভ্রমণ করেছিলেন।
রোববার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- আইইডিসিআর-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে করোনা প্রতিরোধে সার্বিক প্রস্তুতি নেয়া আছে। ২১ জানুয়ারী থেকে বিমানবন্দর, সমুদ্র বন্দর ও সীমান্ত এলাকাসসমুহে স্ক্রিনিং করা হচ্ছে। তবে করোনা শনাক্ত হলে প্রস্তুতি আছে দেশ।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের প্রথম উদ্ভব ঘটে। গত কয়েক মাসে চীনে ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করে। পরে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে এখন প্রায় ৯০টি দেশে এই ভাইরাসের সংক্রমণ হয়েছে। এখন পর্যন্ত লক্ষাধিক লোক এতে আক্রান্ত হয়েছে এবং তিন হাজার ৬০০ লোক মারা গেছে।