করোনায় চাঁদপুর হাজীগঞ্জের ইউএনও আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধি :: চাঁদপুর জেলার  হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা মোট  ১৭জন।

সোমবার  (২৭ এপ্রিল )ইউএনও) বৈশাখী বড়ুয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২৮ এপ্রিল মঙ্গলবার  ঢাকার শিশু হাসপাতালে টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। আজ ২৯ এপ্রিল  বুধবার দুপুরে ওই রিপোর্ট চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয়ে  এসেছে।

বাংলাদেশে করোনা সংক্রমণের পর থেকেই  ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা  বৈশাখী বড়ুয়া সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে বেশ সরব ছিলেন। তাহার নেতৃৃত্বে হাজীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছিল। বর্তমানে তিনি করোনামুক্ত। এছাড়া চাঁদপুরের কয়েকজন পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটের করোনা টেস্ট করে রিপোর্ট নেগেটিভ এসেছে।

Leave A Reply

Your email address will not be published.

Title