কৃষান পন্হ দাশ,সিলেট প্রতিনিধিঃ– বিশ্বের মানচিত্রে প্রত্যেক মানবজীবনে যে আঘাত এনেছে মহামারী “কভিড-১৯”বা করোনা ভাইরাস সংক্রমণ ব্যাধি তার অগনিত ছোয়ায় আজ বিধস্ত সমগ্র সিলেট ।সিলেট নগরীর সিটি কর্পোরেশনও তার ব্যাতিক্রম নয়।মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যাক্তিগত কর্মকর্তাসহ নগর ভবনের বেশ কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।ফলে নগর ভবনে নেমে এসেছে এক ঘোর অন্ধকারের বিশেষ কালোছায়া এবং কার্যক্রমে দেখা দিচ্ছে এক ধরনের অসচ্ছলতা ও অচল অবস্থা।
নগর ভবন সুত্রে জানা যায়,সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যাক্তিগত সহকারীসহ বেশ কয়েকজন কর্মচারীকে করোনা আইসিলেশনে রাখা হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী শামা হক চৌধুরীর করোনা নমুনা পজিটিভ আসলে সিসিক মেয়র নিজেও চলে যান “হোম কোয়ারান্টাইনে”।
আরও জানা যায় যে,সিসিক নগরীর প্রধান নির্বাহী কর্মকর্তা, বিধায়ক রায় চৌধুরী(প্রশাসন) ও প্রধান হিসাবরক্ষক মনসুফ আহমেদ কোয়ারেন্টাইনে আছেন । আর সচিব রয়েছেন বর্তমানে আমেরিকায়।