নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ড বাসীকে করুনা মুক্ত রাখতে একের পর এক কর্মসূচী পালন করে যাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯নং ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। তারই ধারাবাহিকতায় ওয়ার্ডকে জীবানুমুক্ত রাখতে শনিবার সারা দিন ওয়ার্ডজুড়ে ক্লোরিনি মিশ্রিত পানি ছিটিয়েছেন তিনি।
দেখা যায়, কাজ পর্যবেক্ষনে পুরো সময় জুড়ে গাড়ির সাথে ছিলেন তিনি। মুঠেফোনে তার সাথে কথা হলে ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সকলের কল্যানে আপনার বাসায় থাকুন। আপনাদের নিরাপদ রাখতে আমি একজন অতন্দ্র পহরী হিসেব কাজ করছি। ভয় পাবেন, বাসায় থেকে স্বাস্থ্য বিধি পালন করুন। আপনাদের সেবা করা আমার ঈমানি দ্বায়িত্ব।
এর আগে, দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার দিন থেকেই তিনি রোগটি সম্পর্কে জনগণকে সচেতন করতে বাড়ি বাড়ি লিফলেট বিতরন করেন। এরপর করোনার আতঙ্কে বাড়তে থাকলে বাড়ি গিয়ে হ্যান্ডওয়াশ, স্যানেটাইজার পৌছে দিয়ে আসেন। সাধারণ ছুটি ঘোষনার পর যখন অনেকে বেকার হয়ে পরে তাদের যাতে খাবার কষ্ট না হয় সেই লক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।