এমপি নিক্সন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর নির্বাচিত হওয়ায় ভাঙ্গায় আনন্দ মিছিল
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর নির্বাচিত হওয়ায় ফরিদপুরের ভাঙ্গাসহ তাঁর নির্বাচনী এলাকা সদরপুর ও চরভদ্রাসন এলাকায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। আজ সন্ধ্যায় কেন্দ্রীয়ভাবে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর নামের তালিকা প্রকাশ করার পরপরই এমপি নিক্সন চৌধুরীর নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস আনন্দ ছড়িয়ে পড়ে।
ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান প্রাইমটিভি প্রতিবেদককে জানান, বিকেল চারটার পর থেকে আমাদের নেতা কর্মীরা উপজেলা পরিষদের সামনে ভীর জমিয়ে তোলে। সন্ধ্যায় তাদের সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর নির্বাচিত হওয়ার খবর তাদেরকে নিশ্চিত করার পর শত শত জনতা আনন্দে মেতে উঠে। এসময় ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।