এবার ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় উপহারের বিবরণ গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

৮ আগস্ট, মঙ্গলবার রাতে তাকে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, দুর্নীতি দায়ে তিন বছরের সাজা হওয়ায় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর প্রধান ইমরান খানকে নির্বাচন আইন-২০১৭’র ১৬৭ ধারা অনুযায়ী ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে তাকে কুররাম-১ আসনের নির্বাচিত সংসদ সদস্যের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং একই সঙ্গে ১ লাখ রুপি জরিমানাও করা হয়। রায় ঘোষণার পরপরই পাকিস্তানের লাহোরে নিজ বাসভবন থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.

Title