উত্তরবঙ্গে অর্ধকোটি গাছ লাগাবে কৃষক লীগ

নিজস্ব প্রতিবেদক: রংপুরসহ উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছে কৃষক লীগ। বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু শনিবার দুপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘মানুষের পুষ্টির চাহিদা পূরণ, আর্থিক সচ্ছলতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তিন ধরনের গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষক লীগ। তারই ধারাবাহিকতায় রংপুরসহ উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগাবে কৃষক লীগ।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সদস্য লুৎফুল বারী আল ওসমানী, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, জেলা কৃষক লীগের আহ্বায়ক প্রাণকৃষ্ণ গোস্বামী পান্নু, সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, বদরগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যাপক সুনীল চন্দ্র সরকার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

Title