আদালত চালু রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগ এবং বিচারিক আদালত চালু রাখার সিদ্ধান্ত সোমবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে অধিকতর সিদ্ধান্ত নিতে রোববার ঊভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে ফুল কোর্ট সভা আহবান করা হয়েছে।

সীমিত আকারে আদালত চালু করার একদিন পরই শনিবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত এ বিজ্ঞপ্তির কার্যকারিতা ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো। অপর এক বিজ্ঞপ্তিতে জেলা দায়রা জজ আদালত সপ্তাহে দুইদিন চালু রাখার সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title