আইপিএল শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে যাবে ভারত দল। সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও ৪ টেস্ট খেলবে বিরাট কোহলির দল।
আগামী ২৭ নভেম্বর থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু করবে ভারত। তার আগে করোনা সুরক্ষায় দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে সেখানে।
সব মিলিয়ে প্রায় আড়াই মাস অস্ট্রেলিয়াতে পার করে দিতে হবে ভারতীয় ক্রিকেট দলকে।
এই দীর্ঘ সফর নিয়ে পূর্ণাঙ্গ সফরের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, লোকেশ রাহুল (সহঅধিনায়ক ও উইকেটরক্ষক), স্রেয়াশ আইয়ার, মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।
ওয়ানডে স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, লোকেশ রাহুল (সহঅধিনায়ক ও উইকেটরক্ষক), স্রেয়াশ আইয়ার, মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।
টেস্ট স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বি শ’, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), হনুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রিষভ পন্থ (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেষ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, মোহাম্মদ সিরাজ।