৮০ দিন পর হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক : শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৮০ দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

গত ১৩ নভেম্বর তিনি হাসপাতালটিতে ভর্তি হন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি একটি গাড়িতে করে হাসপাতাল থেকে গুলশানের দিকে যাত্রা শুরু করেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সর্বশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত ১৩ নভেম্বর তাঁর বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ারের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম তাঁকে চিকিৎসা দেয়।

Leave A Reply

Your email address will not be published.

Title