৫০ লাখ টাকা ক্ষতিপুরন পাচ্ছে ডাঃ- মঈনের পরিবার

কৃষান পন্হ দাশ,সিলেট প্রতিনিধিঃ-“কভিড ১৯” বা করুনা ভাইরাস এ আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক সিলেট জেলার ডাঃ-মঈন উদ্দিন এর পরিবার থেকে সরকারের কাছে ৫০ লক্ষ টাকা ক্ষতিপুরনের আবেদন করা হয়।

“স্বাস্হ ও পরিবার কল্যাণ ” মন্ত্রণালয়ের কাছে ২৭ শে এপ্রিল এই আবেদনটি করেন ডাঃ-মঈনউদ্দিন এর স্ত্রী রিফাত জাহান।বুধবার স্বাস্হ সুরক্ষা বিভাগ আবেদন অনুযায়ী টাকা ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠান।অর্থ মন্ত্রণালয় এই অর্থ আগামী সপ্তাহে ছাড় করবে বলে জানা গেছে।

মৃত ডাঃ-মঈন উদ্দিন আহমদ সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ এর সহকারী অধক্ষ্য হিসেবে কর্তব্যরত অবস্থায় ছিলেন।গত ৫ ই এপ্রিল ডাঃ- মঈনউদ্দিন করুনা পজেটিভ সনাক্ত হলে ৭ ই এপ্রিল তাকে সিলেট শামসুদ্দিন উদ্দিন করোনা আইসিলেশন এ রাখা হয় তদপর তার অবস্হার উন্নতির জন্য পারিবারিক সিদ্ধান্তনুযায়ী তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্হানান্তরিত করা হয় আর সেখানেই তিনি মারা যান

Leave A Reply

Your email address will not be published.

Title