ঢাকা: ১০৯ মামলার পলাতক আসামী ইব্রাহিম কে রাজশাহীর কক্সবাজার থেকে আটক করেছে সিআইডি। বুধবার বিকালে রাজধানীর মালিবাগে হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ বিশেষ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এই জানান। সংবাদ সম্মেলনে কামরুজ্জামান বলেন, গত ২০১৪-১৫ সাল হইতে উক্ত আসামি রাজশাহী গোদাগাড়ীতে মিতা ব্রিকস, এমএসবি, বিবিএফ নামক ব্রিকফিল্ডের উৎপাদনশীলতার মিথ্যা আশ্বাস দিয়ে এবং উচ্চ হারে সুদ দেয়ার প্রতিশ্রুতিতে গোদাগাড়ী রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার শত শত নিরীহ লোকজনকে অর্থ বিনিয়োগ করার লোভ দেখায় এবং বিনিয়োগকৃত প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে গোদাগাড়ী এলাকা থেকে আত্মগোপন করে। সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন,গোদাগাড়ীর ক্ষতিগ্রস্ত লোকজনের দায়েরকৃত মামলায় আসামি ইব্রাহিম এর বিরুদ্ধে থানায় ১০৯ টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। এই মামলার বাদী মোঃ শহিদুল ইসলাম ও অন্যান্যদের নিকট হতে উক্ত প্রতারক ২০১৬ সালে ইটভাটায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৭,৭৯,৪৬,২০০ টাকা নিয়ে আত্মসাৎ করে দীর্ঘদিন যাবৎ মত ছিল। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জনাব জীবন কান্তি সরকার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া শাখার জনাব শারমিন জাহান ও সহকারী পুলিশ সুপার জনাব আজিজুল হক।