রাজাপুরে জাইকার অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জাপান। আর সহজ শর্তে ঋণ প্রদান করে দেশের উন্নয়নে অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে জাপান সরকারের দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সম্প্রতি ঝালকাঠির রাজাপুরে জাইকার অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী জাইকা দেশের অবকাঠামো উন্নয়নে ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এমআরটি ছয়, যমুনা রেলসেতু নির্মাণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে উন্নয়ন, খাদ্যমূল্য চেইন উন্নতি এবং নগর উন্নয়ন ও নগর সরকার প্রকল্পে জাইকা কাজ করে যাচ্ছে। রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজাপুর উপজেলা সদরের ফাজিল মাদ্রাসার এই একাডেমিক ভবন সম্প্রসারণ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রকল্পটি শেষ করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জাইকার উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ ইমরান আলী, মাদ্রাসর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুজ্জামান, উপ অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেন, স্থানীয় আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক তালুকদার নজরুল ইসলাম স্বপন, স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনসহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title