সৌদিতে ক্ষেতে খামারে বাংলাদেশির হাতে অপর এক বাংলাদেশি নিহত

সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কা ওয়াদি রেহেজান নামক জায়গায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাংলাদেশির হাতে অপর এক বাংলাদেশি নিহত হয়েছে। জানাযায়, পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ৮০-কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান এলাকায় (মাজারা) ক্ষেতের খামারে গত ৩০-আগষ্ট এ ঘটনা ঘটে। একই ইউনিয়নের ৭/৮-জন কাজ করতেন।কাজ শেষে নিজ বাসায় তাদের কয়েকজন মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হলে রুমমেটের গাছে লাটির আঘাতে মুহাম্মদ জসিম উদ্দিন-(৪৪) নামের এক বাংলাদেশি নিহত হন। গাছের লাটির আঘাতে নিহত রেমিটেন্স যুদ্ধা প্রবাসী মুহাম্মদ জসিম উদ্দিন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়নের মাইজবিলা-বিরবিলা মাঝখানে টেকের দোকান এলাকার গাজালিয়া পুকুরপাড় নিবাসী মোজাহার সওদাগরের পুত্র। নিহত জসিম উদ্দিনের প্রবাসী এক আত্মিয় সিপ্লাস টিভি’কে জানান, একই ইউনিয়নের মাইজবিলা ও বায়ার পাড়া এলাকার ৭/৮-জন ক্ষেতে খামার (মাজারা) কাজ করতেন। কাজ শেষে নিজ বাসায় তাদের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চরম আকারে জাড়িয়ে পড়লে গাছের লাটির আঘাতে জসিম উদ্দিন নিহতে হলে গোপনে ক্ষেতে জমিনের পানির ডেবাই ফেলে দেন। এ জঘড়ার খবর আত্মিয় ও প্রবাসীদের মধ্যে জানাজানি হলে নিহত হওয়ার তিনদিন পর ৩-সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে সৌদি স্থানীয় থানা পুলিশ এসে নিহত প্রবাসী জসিম উদ্দিনের লাশ উদ্ধার করেন। এ খবর পাওয়া পর্যন্ত মেরে ফেলার ঘটনায় জড়িত সন্দহে ২-জনকে সৌদি পুলিশ গ্রেফতার করেন। নিহতের এক প্রতিবেশী টেলিফোনে সৌদি-প্রতিনিধি’কে জানান, জসিম উদ্দিন দেশে বেনগাড়ি চালত তার ১-ছেলে ১-মেয়ে, ছেলে অষ্টম শ্রেণীতে মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের ও পরিবারের ভবিষ্যৎ চিনতা করে গত রমজান ঈদ উল আহযা পর বিভিন্ন জন থেকে টাকা দার নিয়ে কষ্ট করে জীবনের প্রথম প্রবাস জীবন সৌদিতে পাড়ি দেন মাত্র আড়াই মাসের মাথায় নিহতর পরিবার কালো মেঘে অন্দকার নেমে আসলেন। এ প্রবাসীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.

Title