সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ৫ম ধাপে তফসিল ঘোষণা হবে এ আশায় রয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থীরা, এবং এই আশা নিয়ে বিভিন্ন গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। অবশেষে ৫ম ধাপে দেশের ২৩৭টি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও নাম আসেনি সোনারগাঁও পৌরসভার।
সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। সেখানে ৩১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই তালিকায়ও ছিল না সোনারগাঁও পৌরসভার নাম। তাই পরবর্তী তফসিল ঘোষণার অপেক্ষায় থাকতে হবে সোনারগাঁবাসীকে।
সোনারগাঁও পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার স্ত্রী ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, ঢাকা কলেজের সাবেক ভিপি ছগীর আহম্মেদ, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক ও গত নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া প্রার্থী অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী, আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ হোসাইন।