সোনারগাঁওয়ে হাইওয়ে পুলিশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 

নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজট নিরষনের লক্ষে রাস্তার পাশে অবৈধ ফুটপাত ও সরকারের নিষিদ্ধ অটোরিকশা ও থ্রি হুইলার চালোনো বন্ধে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া চৌরাস্তা, মেঘনা টোল প্লাজার সকল ধরনের অবৈধ ফুটপাত উচ্ছেদ করেছেন হাইওয়ে থানা পুলিশ।
অভিযানে উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, সড়ক ও যানবাহনের ইন্সপেক্টর কে.এম. মেহেদী হাসান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. সালাম, কাঁচপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা ওহাব ভূইয়া স্বপন, কাঁচপুর, মদনপুর ও মোগরাপাড়া ইউনিয়ন পুলিশিং কমিটির সদস্যবৃন্দ।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক হাইওয়ে রাস্তায় চলাচল নিষিদ্ধ যানবাহন আমরা কোন মতেই হাইওয়ে রাস্তায় চলাচল করতে দিব না। সে লক্ষ্যেই আমি সহ আমার পুলিশ কাজ করে যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.

Title