সালথায় সড়কের উপর গাছ রাখায় ভ্রাম‌্যমান আদাল‌তের জ‌রিমানা

আবু নাসের হুসাইন, সালথা প্রতি‌নি‌ধি: ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় লাইসেন্স বিহীন করাতকল (ছ-মিল) পরিচালনা এবং রাস্তা দখল করে কাঠ ও গাছ রাখার অপরাধে একজনকে জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম‌্যমান আদালত। মঙ্গলবার বিকাল সা‌ড়ে ৩টায় উপ‌জেলার সদর বাজা‌রের বাইপাস সড়ক সংলগ্ন মেসার্স খা‌য়ের ছ-‌মি‌লে এই অভিযান প‌রিচালনা করা হয়। ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন, সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম‌্যা‌জিস্ট্রট মোহাম্মদ হা‌সিব সরকার। এসময় অন‌্যান‌্যদের ম‌ধ্যে আরও উপ‌স্তিত ছি‌লেন, উপ‌জেলা বন কর্মকর্তা মোঃ তোরাপ হো‌সেন, সালথা থানা পু‌লি‌শের এসআই মোঃ মিজান প্রমূখ।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম‌্যা‌জিস্ট্রট মোহাম্মদ হা‌সিব সরকার এসময় ব‌লেন, বারবার মৌখিক ও লিখিত নোটিশ দেয়া সত্ত্বেও লাইসেন্স না করা এবং রাস্তা থেকে কাঠ না সরানোয় সালথার বাজার বাইপাস সড়ক সংলগ্ন মেসার্স খায়ের ছ-মিলকে বন আইন, ১৯২৭ ও তৎপ্রণীত করাত কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ মতে ৫০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদন্ড করা হয় এবং লাইসেন্স না করা পর্যন্ত ছ-মিল যাতে না চালাতে পারে এজন্য মিলের ছ-মেশিন তালা দিয়ে বন্ধ করে দেয়া হয়। লাইসেন্সবিহীন অবৈধ ছ-মিল ও রাস্তা দখল করে কাঠ রাখার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.

Title