শেরপুরে কোভিট-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ জানুয়ারি) বুধবার সকালে চতুর্থ স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির (এইচপিএনএনপি) আওতায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ।
এসময় তিনি কোভিড-১৯ প্রতিরোধে প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আক্রাম হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।
কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.

Title