শিল্প-সংস্কৃতির অঙ্গন থেকে আইন-শৃঙ্খলা রক্ষার সর্বত্রই সফল টি.আই শিকদার আবদুস সালাম
শিল্প-সংস্কৃতির অঙ্গন থেকে আইন-শৃঙ্খলা রক্ষার কঠিন ভূমিতে অনায়াস বিচরণে সিদ্ধ এই মানুষটির নাম শিকদার আবদুস সালাম। তিনি একাধারে কথাসাহিত্যিক, ছড়াকার, গীতিকার ও জাদুশিল্পী।
শিকদার আবদুস সালামের জন্ম ১৯৬০ সালে, মাদারীপুরে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড়।
প্রতি বছর বইমেলায় তার একাধিক বই প্রকাশিত হয়। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো: গল্পগ্রন্থ ‘সমতল’, ‘ফাল্গুনের খেলাধুলা’, ‘ধূসর বর্ণের ছায়া’, ‘দুই কথাশিল্পীর গল্প’ উল্লেখযোগ্য। ছড়ার বই ‘নির্বাচিত ছড়া’ (২০২০), প্রবচনগ্রন্থ ‘নিত্য বচন’ (২০২০)। ‘খুনি’ ও ‘জুলুম’ নামে দুটি নাটক আছে। গবেষণামূলক গ্রন্থ ‘অনুষ্ঠান উপস্থাপনা’ (২০২০), ‘বাংলা ছন্দ পরিক্রমা’। গীতিকবিতার বই ‘গীতিময় গীতিকা’ (২০২০) উল্লেখযোগ্য।
বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত গীতিকারও তিনি। গান লিখেছেন দুই শর মতো। ‘ছুঁ মন্ত ছুঁ যখন দিলাম ফুঁ’ নামে জাদুবিষয়ক বই আছে তাঁর।
তাঁর লেখা ‘বাংলাদেশের জাদু ও জাদুশিল্পী’ বইটি ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স হিসেবে পড়ানো হয় বলে জানান আবদুস সালাম। নডর ডেম ইউনিভার্সিটি অব বাংলাদেশে পড়ানো হয় ‘বাংলা ছন্দ ও পরিক্রমা’ বইটি (রেফারেন্স)।