নিজস্ব প্রতিবেদক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন জানিয়েছেন, শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার (১৬ মার্চ) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
রোহিঙ্গাদের একটি বড় অংশ নানা অপরাধে জড়াচ্ছে। মাদক কারবার থেকে শুরু করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটছে। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও।
র্যাবপ্রধান বলেন, জঙ্গি, মাদক কারবারিসহ সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম র্যাব। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে। র্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে মোকাবিলা করবে জঙ্গিবাদ, প্রতিহত করবে সন্ত্রাসীদের।
নতুন জঙ্গি সংগঠনের অর্থায়ন নিয়েও কথা বলেন র্যাব ডিজি। তিনি জানান, জঙ্গিদের জন্য যুক্তরাজ্য থেকে টাকা আসে।
১৯ বছরের পথচলায় র্যাবকে সফল এলিট ফোর্স হিসেবে দাবি করেন ডিজি। এসময় তিনি বলেন, ফোর্সে কোনো বিপথগামী সদস্যের জায়গা হবে না। কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না।
উল্লেখ্য, আগামী ২৬ মার্চ র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।