অনলাইন ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসে রুশ বাহিনীকে ইউক্রেনে হামলা বন্ধ করে ব্যারাকে ফিরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন। এসময় তিনি বলেন, শান্তির জন্য আমাদের আরেকটা সুযোগ দিতে হবে।
চলমান ইউক্রেনে রাশিয়ার হামলার ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পরপরই টুইট বার্তায় গুতেরেসে বলেন, ইউএন-এর জন্ম হয়েছিলো যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করার জন্য। কিন্তু সেই লক্ষ্য আজও অর্জিত হয়নি। তবে আমাদের কখনই হাল ছেড়ে দেয়া উচিত নয়। শান্তির জন্য আমাদের অবশ্যই আরেকটা সুযোগ দিতে হবে। এ অবস্থায় তিনি অবলিম্বে রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার অনুরোধ করেন।