যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সংবাদদাতাঃ আনিছুর রহমান সজীবঃ- ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এ শ্লোগানকে সামনে রেখে সোনারগাঁও   উপজেলার, ষোল্ল পাড়া গ্রামে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় সভাপতিত্ব করেন হাজী মতিন বেপারী।

শুক্রবার  বিকাল ৩:৩০ মিনিটে  সোনারগাঁও  উপজেলার ষোল্ল পাড়া যুব সমাজের আয়োজনে বহুমূখী সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

খেলায় ষোল্লপাড়া বাই কিংস বনাম ষোল্লপাড়া বন্ধু কিংস দুইটি দল ফাইনাল খেলায় অংশগ্রহন করে। ষোল্লপাড়া বন্ধু কিংস  ১-০ গোলে ষোল্লপাড়া বাই কিংস  কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

আনন্দ ও উৎসবমূখর পরিবেশে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগের সভাপতি, সোনারগাঁও থানা  কমিউনিটি পুলিশ  সভাপতি ও মেয়র পদপ্রার্থী গাজী মুজিবুর রহমান।উদ্ভোধক সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি  রফিকুল ইসলাম নান্নু, বিশেষ অতিথি জনাব মোস্তফা কামাল নিলু,সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী ( মেম্বার), পৌরসভার আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার  আমির হোসেন ভূইয়া,

আরো উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলার যুবলীগের সহ-সম্পাদক শাহীন আলম স্বাধীন, যুগ্ন সাধারণ সম্পাদক রিপন, পৌরসভার আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ বেপারী, পৌরসভা যুবলীগ নেতা টিটু, পৌরসভা তাঁতিলীগ সাধারণ সম্পাদক খোকন সরকার, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী জুয়েল, স্বেচ্ছাসেবকলীগ নেতা দ্বীপক সূত্রধর, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সহ-সভাপতি সুমন দত্ত, পৌরসভা যুবলীগের সদস্য গাজী টগর, পৌরসভা যুবলীগের যুগ্ন সাধারণ  সম্পাদক ও সোনারগাঁও উপজেলার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের যুগ্ম আহবায়ক গাজী ওমর ফারুকসহ  অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। পরিশেষে অতিথিরা বলেন (মহানআল্লাহ)শুধুমাত্র করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নয় সকল প্রকার রোগ থেকে আমাদেরকে রক্ষা করুন।

Leave A Reply

Your email address will not be published.

Title