মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১কোটি ৯৭লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত মুক্তারপুর এলাকার ৩টি জালের কারখানায় পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২কোটি টাকা।
পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল জানান, কারেন্ট জাল তৈরি হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর এলাকার সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি , তম্নয় ফিসিং নেট ইন্ডাস্ট্রি, ও রানা মুন্সী আয়রন কারখানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। তবে এসময় কারখানা গুলো বন্ধ থাকায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়েছে। কারখানায় কেউ না থাকায় জাল তৈরিতে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে সকাল সাড়ে ১০টায় স্থানীয় বাগবাড়ি কবরস্থান সংলগ্ন নদীরপাড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদারের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আব্দুল আলীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান।
আরাফাত রায়হান সাকিব
মুন্সিগঞ্জ প্রতিনিধি