মাদারীপুর জেলার লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাধ নদী গর্ভে বিলিন

মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর জেলায় বন্যা প্রর্থীতি অবনতি হওয়ার কারনে জেলার একমাএ লঞ্চঘাট এলাকায় আজ সন্ধায় সহর রক্ষা বাদ গ্রস করে আরিয়ালখাঁ নদি।আরিয়ালখাঁ নদী হুমকির মুখে  মাদারীপুর সদর জেলার মূল শহর। হুমকির মুখে রয়েছে অসংখ্য বসত বাড়ি সহ সরকারি বেসরকারি স্থাপনা। মাদারীপুর জেলাসহ  ৪টি উপজেলার নির্ম্ম অঞ্জলুলিতে হাজার হাজার পরিবার পানি হয়ে পড়ছে। পদ্না সহ কুমার নদি,আরিয়ালখাঁ নদির পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ভাংগছে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে।পানি বন্ধী হাজার হাজার পরিবার।

বিজ্ঞ মহলের ধারনা   এই মুহুর্তে  স্থাই ভাবে বাদ সংরক্ষন না করলে যেকোনো সময় বিলিন হতে পারে মাদারীপুর জেলা। অপরদিকে পদ্মার পানি বেড়ে যাওয়ায় প্রচুর স্রত দেখায়ায় কাওরাকান্দি ফেরিঘাট ঘাট হুমকির মুখে।মাঝী কান্ধি  ফেরীঘাটের ছোট নদির মুখে পলিমাটি ও বালুতে ছোটনদি পদ্মার সংযোগ স্থল বন্ধ হবার ফলে ফেরী সহ সকল নৌযান চলাচল বন্ধহয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.

Title