নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদের ‘মৃত্যুদণ্ড পরোয়ানা’ জারি করেছে আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরীর আদালতে এ আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী মোশাররফ হোসেন কাজল জারির জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত মাজেদের ‘মৃত্যুদণ্ড পরোয়ানা’ জারি করেন।
এর গত মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এরআগে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুর পলাতক খুনি ক্যাপ্টেন মাজেদকে। তিনি দীর্ঘ দিন ধরে বিদেশে পলাতক ছিলেন। ২০০৯ সালে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশ পুলিশ।