কেরানীগঞ্জ প্রতিনিধি: ফ্রান্সে মহানবী (সঃ )কে ব্যঙ্গচিত্রর প্রতিবাদে কেরাণীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেরাণীগঞ্জের সকল ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। দেশব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসেবে তৌহিদী জনতার আয়োজনেআজ ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলীস্থ বীরমুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরতলীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের কদমতলীতে এসে এক সমাবেশে রূপ নেয় । এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে চুনকুটিয়া চৌধুরীপারাস্থ বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আবু সাঈদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেহাদুল ওলামায়ে কেরাম কেরাণীগঞ্জের সভাপতি মাওলানা মো.লোকমান সাদী,সহ-সভাপতি মুফতি মো.আবু তাহের,সাধারন সম্পাদক মাওলানা ফজলুল বারী । সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন করার জন্য তৌহীদি মুসলিম জনতার প্রতি আহবান জানান । একই সাথে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা, বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে দেয়াসহ সরকারের প্রতি কয়েক দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।