সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২১ এর আওতায় মধুখালী উপজেলার স্কুল পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় ও চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদরাসা। ফাইনাল খেলায় ফরিদপুর চিনিকল ১০ ইউকেটে ১৯১ রান সংগ্রহ করে। ১৯২ রানের জবাবে চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদরাসা ৬ উইকেটের বিনিময়ে ১৯৩ রান সংগ্রহে ৪ উইকেটে জয় লাভ করে।
সন্ধ্যায় গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওহাব মোল্যার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের প্রধান শিক্ষক মোঃ আকিদুল ইসলাম, গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ জমারত হোসেন শেখ,বীরমুক্তিযোদ্ধা মো.আবুল বাশার প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ক্রীড়া অফিসার মো.শাহীন সুলতান রাজা। খেলা পরিচালনা করেন গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক।