ভাঙ্গায় ৩০ বিঘা ধান কাঁটা মাড়াই করার মেশিন তুলে দেওয়া হল কৃষকের হাতে

ফরিদপুর :: করোনা ভাইরাসের দুঃসময়ে দেশের প্রান্তিক কৃষকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ তালিকায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষি দপ্তর  ৩০ বিঘা ধান কাঁটা ও ধান মাড়াই ক্ষমতা সম্পন্ন মেশিন ও তার চাবী কৃষকদের কাছে হস্তান্তর করেছে । আজ দুপুরে ভাঙ্গা উপজেলা কৃষি দপ্তরের সামনে উপজেলার চুমুরদী ইউনিয়নের সফল কৃষক ইয়াদ আলী মোল্লার হাতে মেশিনসহ চাবী তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা দেবলা চক্র, উপজেলা ক্ষুদ্র ঋণ সমন্ময়ক শাহ আলম মিয়া,সাংবাদিকসহ ও অন্যানেরা।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে গত মে মাসে আরও দুটি মেশিন স্থানীয় দুজন কৃষকের কাছে হস্তান্তর করেছে উপজেলা কৃষি অফিস। একটি আল্গী ইউনিয়ন ও অন্যটি ঘারুয়া ইউনিয়নে। প্রতিটি মেশিনের মূল্যে ২২ লাখ টাঁকা। কিন্তু কৃশদেরকে ১০ লাখ টাকা সরকারি অর্থ খাতে জমার মাধ্যমে মেশিন কৃষকদের দেওয়া হয় বলে ভাঙ্গা কৃষি অফিস সূত্র জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title