করোনাভাইরাসের মহামারিতে সারা বিশ্ব যখন আতংকিত। মৃত্যুর মিছিল প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। প্রতিরোধের উপায় হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হচ্ছে। পুরো দেশকে যেখানে ঝুঁকিপূর্ণ ঘোষনা করে করোনাভাইরাস প্রতিরোধের চেষ্টা চলছে।
সেখানে কোন কিছুর তোয়াক্কা না করে ইসলামি আলোচক আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম ঘটেছে।
আগে থেকে এত বড় জমায়েত হওয়ার বিষয়টি বুঝতে না পেরে অনেকটা নিরুপায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটু।
শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন যুবায়ের আহমেদ আনসারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
শনিবার সকালে সরাইল উপজেলার জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা মাঠে আনসারীর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় লোকজনের উপস্থিতি মাদ্রাসা মাঠ, ভবনের ছাদ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে পরিপূর্ণ হয়ে যায়। যার কাছে স্থানীয় প্রশাসন ছিল নিরুপায়।
সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু ভাষ্যমতে তিনি চিন্তাও করতে পারেননি যে এত লোকের সমাগম ঘটবে। তিনি বলেন, গতকালই ওই মাদ্রাসায় গিয়ে জানাজায় যেন বেশি লোকের সমাগম না হয় বলা হয়েছে। কিন্তু সকাল ১০টায় হাজার হাজার মানুষ জমা হতে শুরু হয়। তখন কিছুই করার ছিল না।
ওসি আরও বলেন, জানাজা শেষ হতেই সকল মানুষ স্থান ত্যাগ করেন।