অনলাইন ডেস্ক: আবারও মশুর ডালের দাম কেজিতে পাঁচ টাকা বাড়িয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার থেকে সংস্থাটির ভ্রাম্যমাণ ট্রাক থেকে বাড়তি এই দর দিয়ে অর্থাৎ ৬৫ টাকায় ডাল কিনতে হবে স্বল্প আয়ের ভোক্তাদের। এ ছাড়া ন্যায্য দামে কেনা যাবে সয়াবিন তেল, চিনি ও পেঁয়াজ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
ডালের বাড়তি দরের বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির সমকালকে বলেন, বাজারে মশুর ডালের দাম বেড়েছে। তাই বাজার দরের সাথে টিসিবির ডালের দর সমন্বয় করা হয়েছে।
এর আগে গত নভেম্বর মাসে ডালের দাম পাঁচ টাকা বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়। তিন মাস পর এখন আবার পাঁচ টাকা দাম বাড়ানো হয়েছে।
বর্তমানে খুচরা বাজারে মোটা দানার মশুর ডালের কেজি ৯৫ থেকে ১০০ টাকা এবং ছোট দানার ডাল ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে করোনাকালে স্বল্প আয়ের মানুষদের সহায়তার জন্যে ভর্তুকিমূল্যে টিসিবির অষ্টম কিস্তির পণ্য বিক্রি শুরু হচ্ছে। ক্রেতাপ্রতি বরাদ্দের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে ট্রাক থেকে একজন ক্রেতা আগের মতোই সর্বোচ্চ দুই কেজি করে চিনি, তেল ও মশুর ডাল কিনতে পারবেন। এ ছাড়া পেঁয়াজ কিনতে পারবেন দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত। প্রতিকেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ ও পেঁয়াজ ৩০ টাকায় পাওয়া যাবে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ক্রেতার খরচ পড়বে ১১০ টাকা।
শুক্রবার ছাড়া ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিক্রি কার্যক্রম। প্রত্যেকদিন ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সারাদেশের সব মহানগর, জেলা ও উপজেলায় এই পণ্য বিক্রি কার্যক্রম চলবে।
দৈনিক প্রতিটি ট্রাকের মাধ্যমে ৩০০ থেকে ৮০০ কেজি চিনি, ৪০০ থেকে ৮০০ কেজি মশুর ডাল, ১০০ থেকে এক হাজার কেজি পেঁয়াজ এবং ৫০০ থেকে এক হাজার লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি।