বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চীনের তৈরি সিনোভ্যাক ভ্যাকসিন

আর্ন্তজাতিক ডেস্ক: জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউএইচও) অনুমোদন পেল চীনের তৈরি সিনোভ্যাক ভ্যাকসিন।

চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এই ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি।

এর আগে ডব্লিউএইচও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের ভ্যাকসিনের অনুমোদন দেয়। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সিনোভ্যাক ব্যবহার করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জরুরি অনুমোদন পাওয়ার অর্থ হলো এই ভ্যাকসিনের সুরক্ষা, কার্যকারিতা এবং উৎপাদন প্রক্রিয়া আন্তর্জাতিক মান পূরণ করে।

বিবৃতিতে বলা হয়, ১৮ বছরের বেশি বয়স্কদের সিনোভ্যাকের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার দুই থেকে চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। তবে সর্বোচ্চ কত বছর বয়সীরা এই টিকা দিতে পারবেন তা জানানো হয়নি।

ডব্লিউএইচও জানায়, ভ্যাকসিন কার্যকারিতার ফলাফলে দেখা গেছে, এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ৫১ শতাংশের উপসর্গজনিত অসুস্থতা কমেছে।

Leave A Reply

Your email address will not be published.

Title