নিজস্ব প্রতিবেদক: করোনার বিস্তার রোধে বিধিনিষেধ দেওয়া হলেও বাণিজ্য মেলা বন্ধ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে এই মেলা চলবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে, তাতে বাণিজ্য মেলা চলতে অসুবিধা নেই। বাণিজ্য মেলা বন্ধ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বিধিনিষেধের মধ্যেও মার্কেট খোলা থাকছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা চলবে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।
করোনার সংক্রমণ আবারও আশঙ্কাজনকভাবে বাড়ায় আগামী বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ আরোপ করছে সরকার।