নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য স্বল্প খরচে স্যানিটাইজার তৈরি এবং ব্যবহার করা যায় তার প্রশিক্ষণ প্রদান করেছেন নারায়নগঞ্জ জেলা বাসদের নেতাকর্মীরা।
সোমবার (৩০ মার্চ ২০২০) সকাল ফতুল্লা এলাকার মানুষদের করোনা ভাইরাস সংক্রমন বিষয়ে এর লক্ষণ, করণীয় তুলে ধরে স্যানিটাইজার তৈরি এবং ব্যবহার প্রশিক্ষণ দেন প্রদান করেন তারা।
পরে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উদ্যোগে ফতুল্লায় জীবাণুমুক্ত করার কার্যক্রম পরিচালিত হয়।
এ কার্যক্রমে অংশ নেন বাসদ জেলা ফোরামের সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সমন্বয়ক এম এ মিল্টন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিমূল, মোফাজ্জল হোসেন, খোরশেদ আলম, ফয়সল আহমেদ রাতুল।