বরগুনার দুই পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

রাসেল হাওলাদার, বরগুনা প্রতিনিধি : তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আজ ৩০শে জানুয়ারী বরগুনা ও পাথরঘাটা পৌরসভা নির্বাচনে দুটিতেই নৌকা প্রতিক জয়লাভ করেছে। প্রসাশনের কঠোর নিরাপত্তায় কোন বিশৃঙ্খল ঘটনা ছাড়াই বরগুনার দুটি পৌরসভায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর থেকেই প্রশাসনের তৎপরতায় কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো হয় বরগুনা পৌরসভাকে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বরগুনায় এই প্রথম নির্বাচনের দিন সকালে প্রতিটি ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয় ব্যালট পেপার। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়াতে, আজ সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মত। শীতের তীব্র ঠান্ডা উপক্ষো করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে লম্বা লাইন দিতে থাকেন পুরুষ ও মহিলা ভোটারগন। প্রশাসনের তৎপরতায় কোন প্রকার বিশৃঙ্খল ছাড়াই সকাল ০৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরগুনা পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। ভোট গণনা শেষে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে বরগুনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ০৯ হাজার ৩ শত ৬৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে বরগুনা পৌরসভার মেয়র নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী স্বতস্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ শাহাদাত হোসেন জগ প্রতিকে ০৬ হাজার ৬ শত ৩৬ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়াও বরগুনা পৌরসভা নির্বাচনে বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাতীয় পার্টির মনোনিত প্রার্থীরা অংশ গ্রহন করেন।

অপরদিকে বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনেও নৌকা প্রতিক নিয়ে মোঃ আনোয়ার হোসেন আকন নৌকা প্রতিকে ৬হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোবাইল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুব খান ২হাজার ২শত ৩২ ভোট পেয়ে পরাজিত হন।

Leave A Reply

Your email address will not be published.

Title