ফরিদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর সংবাদদাতা :: তেলের পাম্পে পরিমাপে তেল কম দেয়া ও অতিরিক্ত গ্যাস সিলিন্ডার রাখার দায়ে সদর উপজেলার ২টি ফিলিং ষ্টেশন ও ১টি এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিভিন্নস্থানে উপজেলা প্রশাসন, বিএসটিআই এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।

আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা সাংবাদিকদের বলেন, অভিযানে পরিমাপে তেল কম দেয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ২টি তেলের পাম্পকে বিশ হাজার টাকা এবং লাইসেন্সে উল্লিখিত পরিমাণের বেশি পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় নির্বাহী আদালতের বিচারক ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা সহ ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, ফরিদপুর বিএসটিআই এর  পরিদর্শক, জেলা স্যানিটারী ইনস্পেক্টর এবং ফরিদপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title