প্রধানমন্ত্রীর কাছে নারায়নগঞ্জে করোনা ভাইরাস পরীক্ষাগার স্থাপনের দাবি জানালেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জে জরুরী ভিত্তিতে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের দাবী জানিয়েছেন নারায়নগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।তিনি বলেন নাঃগঞ্জ একটি শিল্প এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা, বর্তমানে এ জেলায় করোনা ভাইরাসের সংক্রমনের মাত্রা দিনে দিনে বেড়েই চলছে, এ অবস্হায় মানুষ আতংকিত হয়ে পড়েছে কারন ইতিমধ্যে অনেক গুলি প্রান চলে গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তিনি বলেন বর্তমানে যে হারে এ জেলার আক্রান্ত হওয়া ব্যক্তিদের কিন্বা সন্দেহভাজন দের শরীরের নমুনা নিয়ে পরীক্ষা করে, সেই নমুনা পরীক্ষার ফলাফল আসার আগেই সন্দেহভাজন ব্যক্তি মারা যাচ্ছে।তাই জরুরি ভিত্তিতে নারায়নগঞ্জবাসীর জীবন রক্ষার্থে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) গনমাধ্যমে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে করোনভাইরাস ল্যাব স্থাপনের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন যদি এ জেলায় করোনা পরীক্ষা করার মতো ল্যাব স্থাপন করা হয় তাহলে যাদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে তারা তাদের শরীরের নমুনা পরীক্ষা করতে পারবে অতি সহজে এবং রিপোর্টও দ্রুত পাওয়া গেলে পরবর্তী করণীয় বিষয় ব্যবস্থা নেওয়া যাবে। আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা যাবে। আমি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপার নিকট জোরালো দাবী জানাচ্ছি দ্রুত সময়ে নাঃগঞ্জে একটি করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্হাপন করা হউক।

Leave A Reply

Your email address will not be published.

Title