পুলিশে যাদের প্রয়োজন নেই, তাদের অবসরে পাঠানো হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পুলিশে যাদের প্রয়োজন নেই, তাদেরকেই অবসরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পুলিশের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে তিনি বলেন, এটা নিয়মিত প্রক্রিয়া। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর তালিকা তৈরি করে।

শ‌নিবার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিসিএস উইমেন নেটওয়ার্ক এর চতুর্থ বার্ষিক সবার শেষে গণমাধ্যমকে এই কথা বলেন তি‌নি।

এসময় অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির খুলনার সমাবেশে যাদের বিরুদ্ধে মামলা আছে বা নাশকতা করতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, সমাবেশকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। সমাবেশের সময় খুলনায় বাস বন্ধ রাখা বিষয়ে তিনি বলেন, বাস বন্ধ রাখা একান্তই তাদের ব্যাপার। এ বিষয়ে সরকারের কোন এখতিয়ার নেই।

জন্ম থেকে জাতীয় পরিচয় পত্রের তৈরির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়টি নির্বাচন কমিশন জানিয়েছে এটা তাদের একান্ত অভিমত। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে ছিল তাই থাকবে।

Leave A Reply

Your email address will not be published.

Title