পিরোজপুরের স্বরূপকাঠিতে নতুন আরো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে নতুন আরো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলার সোহাগদল ইউনিয়নেই দুইজন করোনা রোগী শনাক্ত হলো। নতুন আক্রান্ত ব্যক্তি হলেন একজন নারী। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা শেষে তার দেহে কোভিড ১৯ পজেটিভ পাওয়া যায়। তিনি উপজেলার পুর্ব সোহাগদল গ্রামের বাসিন্দা। স্থানীয় প্রশাসন ওইদিন রাতেই আক্রান্তের বাড়ি লকডাউন ঘোষনা করেছে ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার ওই পরিবারে সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে ওই হাসপাতাল থেকে ওই নারীর কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তার দেহে করোনার উপসর্গ নেই বলে তিনি জানান।

ওই নারী তার স্বামীসহ সম্প্রতি নারায়নগঞ্জ থেকে বাড়িতে এসেছে। আক্রান্ত নারীকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার একই ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামে এক ট্রাক ড্রাইভারের দেহে প্রথম করেনা ভাইরাস শনাক্ত হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title