নিজস্ব প্রতিবেদক: জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বিএনপির এজেন্ডা নয়। নির্বাচন তাদের লক্ষ্য নয়। তারা সরকার বদল করতে চায়। তারা নির্বাচনের আগেই ক্ষমতার গ্যারান্টি চায়। তা নাহলে তারা ভোট করবে না।
শনিবার বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
ইনু বলেন, বাংলাদেশে নির্বাচন আসলেই নানা ধরনের গুজব চলে। সেটিই চলছে। দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের আগে শেখ হাসিনার পতন চেয়েছে; কিন্তু আসলে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের আগেই তাদের দণ্ডিত অপরাধী নেতাদের মুক্তি চায়। তারা চায় রাজাকারকে হালাল করতে। যুদ্ধাপরাধীদের হালাল করতে কিন্তু জাসদের প্রাণ থাকতে জামায়াত জঙ্গিকে হালাল করার রাজনীতি করতে দেওয়া হবে না।
হাসানুল হক ইনু বলেন, বিএনপি যাই বলুক না কেন বাংলাদেশের ভোট কোনো বিদেশি গোষ্ঠীর কথায় আটকে যাবে না। তাই বিএনপির উদ্দেশ্যে বলব- নির্বাচনের ট্রেনে উঠুন, আর না হয় কলার ভেলায় চড়ে সাগরে ভেসে যান। এ দেশ আমজনতার। জামায়াত রাজাকার জঙ্গিদের নয়। যাপিত জীবনের সমস্যা সমাধানের কোনো জাদুর কাঠি বিএনপির হাতে নেই। দ্রব্যমূল্য, দুর্নীতি, বৈষম্য কমানোর জাদুর কাঠি নেই। ওরাও ক্ষমতায় ছিল। তাদের প্রতিটি নেতার পিঠে দুর্নীতির ছাপ। হাতে দলবাজির রক্ত। তাই শেখ হাসিনার বিকল্প বিএনপি জামায়াত হতে পারে না।
মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- জাসদ কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রাজবাড়ির সাবেক এমপি আবদুল মতিন, জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতা জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী প্রমুখ।
মাগুরার নোমানী ময়দানের এ জনসভায় জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।