নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক এর পিপি আসাদুজ্জামান রানা বলেছেন, একজন নারী একজন মা। মা ও বোনদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের মায়েরজাতকে রক্ষা করার অঙ্গীকার করতে হবে তাদের যেন কোনভাবেই অবমাননা হতে না হয়।
দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ এবং নির্যাতনের বিরুদ্ধে গণসচেতণা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে ফরিদপুরের ভাঙ্গায় একটি গণর্যালি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা চৌকি আদালতের সামনে গিয়ে শেষ হয়। ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অঙ্গীকার-৯২ (স্বেচ্ছাসেবী সংগঠন ) এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা গণর্যালির আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য মোঃ শাহিনুর (শাহিন), ডাঃ রেজাউল করিম, সরকারি কেএম কলেজের সাবেক ভিপি সাংবাদিক আকরামুজ্জামান মিঠু, শ্রম ও কর্ম মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোড়ল, প্রফেসর হেদায়েত হোসেন, শিক্ষা কর্মকর্তা সহিদুল ইসলাম প্রমুখ।