নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৮শ ৮৩ মোবাইলসহ ১০ চোর আটক।

সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁওয়ে কাঁচপুর রূপালী মার্কেট থেকে ৮শ ৮৩ টি মোবাইলসহ ১০ জন চোরকে গ্রেপ্তার করেছে র‍্যাব -১০।
রোববার সকালে র‍্যাবব-১০ এর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সাহাজুল ইসলাম ওরফে সাজু, কবির হোসেন, রোমান মোল্লা, মোঃ রাসেল গাজী ওরফে মিঠু, হাবিবুর রহমান, মোঃ রাজু আহম্মেদ, নবীর হোসেন মোঃ শাহীন, মোঃ জয়নাল আবেদীন ও মোঃ হাবিবউল্লাহ ওরফে সোহাগ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‍্যাব ১০ এর নৌবাহিনীর এনএস মোঃ মোমেন খাঁন বাদী হয়ে মামলা দায়েরের পর তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করলে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর রূপালী মার্কেট এলাকায় বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র‍্যাব -১০ এর একটি দল অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে ৮শ ৮৩টি মোবাইলসেট সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, র‍্যাব হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত চোরাকারবারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title