নতুন বছরে কোন শ্রেণিতে কতটি ক্লাস, সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন বছরে সপ্তাহে কয়দিন কতটি ক্লাস হবে, সেই সময়সূচি দেওয়া হয়েছে।

মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

দশম শ্রেণি এবং এসএসসি পরীক্ষার্থীদের আগের মতই সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। তবে প্রতিদিন কোন ক্লাসের কতটি ক্লাস হবে, সেটি জানানো হয়েছে এবারের আদেশে।

প্রথম থেকে পঞ্চম শ্রেণির কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে চলবে।

এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনেও শ্রেণি কার্যক্রম চালিয়ে যাবে বলে মাউশির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মহামারী পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন শিক্ষাবর্ষে পুরোদমে ক্লাস শুরু করতে আগামী মার্চ পর্যন্ত ‘পর্যবেক্ষণ’ করা হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি এর আগে জানিয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title