কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন ঢাকা জেলা পুলিশ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন সরদার বিপিএম,পিপিএম।
সোমবার (১১ জানুয়ারী) বিকাল তিনটায় কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরন করা হয় ।
জেলা পুলিশের পক্ষ থেকে কয়েকশ শীতার্ত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরন করা হয়। প্রধান অতিথি মারুফ হোসেন সরদার এসব অসহায় ও শীতার্ত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের হাতে কম্বল তুলে দেন।এসময় প্রধান অতিথি বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন সরদার বলেন, ‘সমাজের অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে মানুষকে কম্বল দেয়া হয়েছে। পরবর্তীতে আরও কিছু মানুষকে শীতবস্ত্র দেয়া হবে। আমরা প্রতিবছর ই ঈদ ও শীতে আমাদের সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাড়িয়ে থাকি।
এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা অপরাধ (উত্তর) পুলিশ সুপার পদে সদ্যপদোন্নতি প্রাপ্ত মো: সাইদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ: আশরাফুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা মো: সাজেদুর ইসলাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (দক্ষিন) মোঃ হুমায়ন কবির , অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা উত্তর মো: আব্দুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মো: শাহাব উদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পিপিএম, দক্ষিন কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঢাকাজেলা গোয়েন্দা (ডিবি) মো: নজরুল ইসলাম,মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান টিটুসহ অন্যরা।