মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নতুন করে আরো ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে। আক্রান্তদের মধ্যে কালিহাতীতে ৭ জন, মির্জাপুরে ৫ জন, ভূঞাপুরে ২ জন, সদর উপজেলায় ৬ জন, গোপালপুরে ১ জন, সখীপুরে ২ জন, দেলদুুয়ারে ১ জন এবং নাগরপুর উপজেলায় ৪ জন রয়েছেন।
নতুন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, একজন মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন মেডিকেল টেকনোলজিস রয়েছেন। বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৯ মে ৭৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এছাড়া ৩১ মে ১৪৯ জনের নমুনা পাঠানো হয়। পরে শুক্রবার (৫ জুন) সকালে দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে নতুন ২৮ জন আক্রান্ত হয়। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন এবং মারা গেছেন ৫ জন।