টাঙ্গাইলে নতুন আক্রান্ত ৮, মোট আক্রান্ত ৯৬

0

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দেলদুয়ার উপজেলায় ২ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, গোপালপুর উপজেলায় ১ জন, ভূঞাপুর উপজেলায় ১ জন, ঘাটাইল উপজেলায় ১ জন ও সদর উপজেলায় ১ জন রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৬ জন।

শুক্রবার (২২ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয় ১৮৫৩ জনকে। এ পর্যন্ত ৪০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। জেলা থেকে ৪২৬৩ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এদের মধ্যে ৯৬ জনের রিপোর্ট পজেটিভ ও ৩৭৬৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, জেনারেল হাসাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৪ জন ভর্তি হয়, তাদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৮ জন চিকিৎসাধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title