টাঙ্গাইলে ঢাকা ফেরত আরও একজন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১২

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের বাড়ি নাগরপুর উপজেলায় মাহমুদনগর ইউ‌নিয়নের সুদানপাড়া গ্রামে। তিনি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ ঘটনার পর মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে আক্রান্তের বাড়িসহ আশ পাশের মোট ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে৷  এ নিয়ে এ জেলায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হলো।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত বলেন, গত ১০শে এপ্রিল তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন৷ পরে রবিবার তার নমুনা সংগ্রহ করে সোমবার (২০শে এপ্রিল) ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সকালে ফলাফলে পজিটিভ আসে। পরে ওই বাড়িসহ ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। আগে উপজেলার নন্দপাড়া গ্রামে যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার সঙ্গেই তিনি একত্রে কাজ করতেন। তবে তারা আলাদা থাকতেন। এ নিয়ে উপজেলায় মোট ৪ জন আক্রান্ত হলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title