জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কতৃক ভ্রাম্যমান আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আবু রায়হান, জয়পুরহাটঃ র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ফজলুল হক ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় কতৃক অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং সরবরাহ করার অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, জেলার সদর থানাধীন ডায়বেটিস হাসপাতাল মোড় এলাকার মিলন বেকারী এর মালিক মোঃ মিলন হোসেন (৩০) কে বিশ হাজার টাকা, আফজাল ভ্যারাইটি স্টোর এর মালিক মোঃ কাউছার আলী (৩৫) কে পনের হাজার টাকা, সোয়েব বেকারী এর মালিক মোঃ শাহাদাত হোসেন (৪৯) কে বিশ হাজার টাকা, মা বেকারী এর মালিক মোঃ নুরুন্নবী ছিদ্দিক (৩০) কে পাঁচ হাজার টাকা ও সোহাগ বেকারী এর মালিক মোঃ রাশেদ (৪৭) কে পনের হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

পরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক উদ্ধারকৃত দ্রব্য সামগ্রী মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও পঁচা ডিম জনসম্মুখে ধ্বংস করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title