চীন-পাকিস্তানের হুমকি মোকাবেলায় এস-৪০০ মোতায়েন করল ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারতের পাঞ্জাব সেক্টরে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম স্কোয়াড্রন মোতায়েন করেছে সে দেশের বিমানবাহিনী। জানা গেছে, কয়েক সপ্তাহের মধ্যেই এ ব্যবস্থা সচল হবে।

পাঞ্জাব সেক্টরে ভারতের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এ বছরের ডিসেম্বরের শুরুর দিকে এস-৪০০ ভারতে সরবরাহের কাজ শুরু করে রাশিয়া।

বিশেষজ্ঞদের ধারণা, এ বছরের মধ্যেই প্রথম স্কোয়াড্রন সরবরাহের কাজ শেষ হবে। ৩৫ হাজার কোটি রুপি মূল্যের মোট পাঁচটি স্কোয়াড্রন ভারতকে দেবে রাশিয়া। এটি প্রায় ৪০০ কিলোমিটার দূর পর্যন্ত বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম।

ভারতের সংবাদ সংস্থা এএনআই বলছে, চীন ও পাকিস্তানের দিক থেকে আসা হুমকি প্রতিরোধে সক্ষম হবে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এ মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা এই ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা প্রথম জানান। রাশিয়ার তৈরি এই ব্যবস্থা ভূপৃষ্ঠ থেকে আকাশে দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের পরেই শ্রিংলা এ বিষয়ে জানান।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Leave A Reply

Your email address will not be published.

Title