চাঁদপুর শহর রক্ষা বাঁ‌ধের ৪৫ মিটার জু‌ড়ে ফের ভাঙন ‌

অ‌ভি‌জিত রায় :  চাঁদপুর শহর রক্ষা বাঁ‌ধের পুরানবাজার হ‌রিসভা এলাকায় ফের ভাঙন দেখা দি‌য়ে‌ছে। হঠাৎ ভাঙ‌নে ৪৫ মিটার এলাকা নদী গ‌র্ভে বিলী‌নের ঝঁ‌কি‌তে র‌য়ে‌ছে। ই‌তিম‌ধ্যে ২০ মিটার নদী গ‌র্ভে চ‌লে গে‌ছে অন্য‌দি‌কে ২৫ মিটার এলাকা জু‌ড়ে ফাঁটল দেখা দি‌য়ে‌ছে। ১২ আগষ্ট রা‌তে ভাঙন শুরুর পর থে‌কেই চাঁদপুর পা‌নি উন্নয়ন অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তারা ভাঙনস্থল প‌রিদর্শন ক‌রেন ও তাৎক্ষ‌ণিক বালু ভ‌র্তি জিও ব্যাগ ফেলার ব্যবস্থা ক‌রেন। ১৩ অাগষ্ট বৃহস্পতিবার সকাল থে‌কে ভাঙন কব‌লিত এলাকায় ৬ টি বালুভ‌র্তি ট্রলা‌রে শতা‌ধিক শ্র‌মিক‌কে বিরামহীন কাজ কর‌তে দেখা যায়। নতুন ক‌রে ভাঙন শুরু হওয়ায় নদী তীরব‌র্তি এলাকার মানু‌ষের মা‌ঝে অাতংক বিরাজ কর‌ছে। অ‌নে‌কেই তা‌দের বসঘর নদী পাড় থেকে স‌রি‌য়ে নিচ্ছেন। ক্ষুদ্র ব্যবসা‌য়িরা তা‌দের জীব‌বিকার একমাত সম্বল টং দোকান‌ গু‌লো ভে‌ঙ্গে মালামাল স‌রি‌য়ে নি‌চ্ছে। ‌ভাঙনস্থল ‌প‌রিদর্শনকা‌লে পা‌নি উন্নয়ন অ‌ধিদপ্ত‌রের কু‌মিল্লা বিভাগীয় অ‌তি‌রিক্ত প্রধান প্র‌কৌশলী জ‌হির উ‌দ্দিন প্রধান ব‌লেন, গতকাল রা‌তে হঠাৎ নদীর তী‌রে ফাটল দেখা দেয়। ভাঙ‌নের খবর শুনার পর রাত থে‌কে অদ্যাব‌ধি বালু ভ‌র্তি জিওব্যাগ নদী‌তে ফেলা হ‌চ্ছে। হঠাৎ ভাঙ‌নের ফ‌লে নদী তী‌রের ৪৫ মিটার এলাকা ঝু‌কি‌তে র‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ২০ মিটার এলাকা ভে‌ঙে‌ছে অন্য‌দি‌কে ২৫ মিটার এলাকা জু‌ড়ে ফাঁটল দেখা দি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান অাইয়ুব অালী বেপারী ব‌লেন, পুরানবাজার হ‌রিসভা এলাকায় প্রায় প্র‌তিবছরই নদী ভাঙ‌ছে। নদীর এ ভাঙন‌রো‌ধে সব সময় কাজ হ‌চ্ছে। এ বিষ‌য়ে মাননীয় শিক্ষামন্ত্রী দীপু ম‌নি এম‌পি সার্বক্ষ‌ণিক খোঁজ খবর রাখ‌ছেন। তি‌নি ১২ অাগষ্ট রা‌তে ভাঙ‌নের খবর পে‌য়ে চাঁদপুর পা‌নি উন্নয়রন অ‌ধিদপ্তর‌কে তাৎক্ষ‌ণিক ব্যবস্থা নি‌তে ব‌লেন। হতকাল রাত থে‌কে ভাঙন রো‌ধে বালু ভা‌র্তি জিওব্যাগ নদীতী‌রে ফেলা হ‌চ্ছে। মন্ত্রী ম‌হোদয় স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধি‌দের কাছ থে‌কে সর্বদা ভাঙ‌নের বিষ‌য়ে খবরা খবর নি‌চ্ছেন। অাপনার বালু ফেলার বিষ‌য়ে কিছু অনিয়‌মের কথা ব‌লেছেন তা ক্ষ‌তি‌য়ে দেখা হ‌বে। এখা‌নে অ‌নিয়ম করার কোন সু‌যোগ নেই তারপরও যদি অ‌নিয়ম হ‌য়ে থা‌কে সে বিষ‌য়ে ব্যবস্থা নেওয়া হ‌বে।

Leave A Reply

Your email address will not be published.

Title