চাঁদপুর প্রতিনিধি : আজ দুপর পর্যন্ত চাঁদপুরে আরো ৫জনের করোনা নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩জন। এদের মধ্যে পুলিশ সদস্য ৩ জন। কচুয়া সদর হাসপাতালের নার্স ১ জন এবং চাঁদপুর সদর হাসপাতালের ডাক্তারের এটেন্ডেন্ট ১ জন।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরো জানায়, আজ মোট ৯২জনের রিপোর্ট এসেছে। বাকী ৮৭জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
সূত্র আরো জানায়, আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা ৪জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০জন। বাকীরা চিকিৎসাধীন।
এদিকে চিকিৎসায় সুস্থ হওয়ার পর চাঁদপুর সদরের রামপুরের কামরাঙ্গা এলাকার বৃদ্ধ আলী আজ্জম (৬৫) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি চাঁদপুরে প্রথম মৃত শনাক্ত ফয়সালের (৪১) শ্বশুর।
এ ছাড়া আরো জানা যায়, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়ার স্টাফ নার্সের করোনা শনাক্ত হয়েছে। তার বাসস্থান লকডাউন করা হয়েছে। কচুয়ায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।